অনলাইন ক্লাস রুটিনে সাময়িক পরিবর্তন প্রসঙ্গে।
Posted by : Admin on
আগামীকাল ১৫ সেপ্টেম্বর, তারিখ ১০.০০ মিনিটে বিজ্ঞান শাখার বাংলা ক্লাসটি জনাব খাদিজা খানম এবং ১৯ সেপ্টেম্বর, শনিবার ১০.০০মিনিটে মানবিক ও ব্যব. শিক্ষা শাখার বাংলা ক্লাসটি জনাব প্রণব কুমার সাহা পরিচালনা করবেন।
শিক্ষার্থীদেরকে সে অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকের জুম আইডিতে জয়েন করতে বলা হল।