০২ জানুয়ারি/২০২১ থেকে শুরু হওয়া অনলাইন পরীক্ষা সম্পর্কে জ্ঞাতব্যঃ
১। askcollege.edu.bd ওয়েবসাইটে ঢুকে ONLINE MCQ EXAM-এ ক্লিক করলে username ও password বক্স আসবে।
২। তোমার আইডি নম্বর উভয় প্রয়োগ করে ক্লিক করলে তোমার নাম দেখাবে। (অনলাইন আইডি নম্বর শীঘ্রই ওয়বসাইট ও গ্রুপে প্রকাশ করা হবে।)
৩। online exam-এ ক্লিক করে প্রকাশিতব্য রুটিন অনুযায়ী subject, year, semister সিলেক্ট করে start exam ক্লিক করলে প্রশ্নপত্র দেখাবে। তবে নির্ধারিত সময়ের আগে নয়।
৪। প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ে সঠিক উত্তরে ক্লিক কর।
৫। নির্ধারিত সময়ের মধ্যে submit কর। মনে রেখো, নির্দিষ্ট সময়ের পরে কোনভাবেই submit হবে না।
৬। ড্যাশবোর্ডের MCQ RESULT ক্লিক করে year ও semister সিলেক্ট করে রেজাল্ট দেখে নাও। veiw answer অপশন ক্লিক করে বিস্তারিত প্রশ্নোত্তর দেখে নিতে পার।
৭। ২ জানুয়ারির আগে সকল শিক্ষার্থীর জন্য একটি ডামি পরীক্ষা পরিচালনা করা হবে
৮। ডামি পরীক্ষার তারিখ এবং পরীক্ষার রুটিন শীঘ্রই প্রকাশ করা হবে।