Notice Details
আশুগঞ্জ সার কারখানা কলেজ
পরীক্ষা: ২০২১ ইং
শ্রেণী: দ্বাদশ; বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সময়: ২ ঘন্টা ৩৫ মিনিট (সৃজনশীল প্রশ্ন) পূর্ণমান: ৫০
১। রাজু অনেকদিন দরেই তাদের কলেজের বিজ্ঞান মেলায় উপস্থাপন করার জন্য এমন একটি যন্ত্র তৈরীর কথা ভাবছিল যেটি আশেপাশের পরিবেশ প্রত্যক্ষ করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সে অনুযায়ী কাজ করতে পারবে। এ উদ্দেশ্যে সে এবং তার বন্ধু রাকিব একসাথে কাজ শুরু করল। একসাথে কাজ করতে গিয়ে রাজু একদিন লক্ষ্য করল রাকিবের ডান হাতে একটি ছোট টিউমার। সে তখন রাকিবকে খুব দ্রুত এর চিকিৎসা করার কথা বলল এবং সাথে এমন একটি চিকিৎসা পদ্ধতির পরামর্শ দিল যার মাধ্যমে কোন অপারেশন ব্যতীত টিউমারটি অপসারণ করা সম্ভব হবে।
ক. VR কি? ১
খ. একাধিক প্রযুক্তিকে একীভূত করা যায় কিভাবে-ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে রাজু যে চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছে সেটি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে যন্ত্রটিতে যে প্রযুক্তি ব্যবহার করা হবে তা বিশ্লেষণ কর। ৪
২। পৃথিবীর বিভিন্ন স্থানে ভবন ধ্বসের গটনা ঘটে। এ সকল দুর্ঘটনায় অনেক মৃত ব্যক্তির পরিচয় প্রাথমিক অবস্থায় সনাক্তকরণ করা যায় না। পরবর্তীতে উন্নত প্রযুক্তির মাধ্যমে অধিকাংশ লাশ সনাক্তকরণ সম্ভব হয়। দুর্ঘটনা কবলিত ভবনের অনেক স্থানে মানুষ পৌঁছাতে পারে না। ফলে জীবিত ব্যক্তি উদ্ধার অসম্ভব হয় এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পায়।
ক. বায়োমেট্রিক্স কি? ১
খ. ই-কমার্স ব্যবহারের সুবিধাগুলি লিখ। ২
গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে শ্রমিকদের লাশ সনাক্তকরণের জন্য গৃহীত পদ্ধতি চিহ্নিত করে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. উপরিউক্ত পরিস্থিতিতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার কাজে গতি আনা যায়-ব্যাখ্যা কর। ৪
৩। খাগড়াছড়ি পৌর এলাকার প্রায় ১০ থেকে ১২ বর্গ কি.মি. বিস্তৃত শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে ইন্টারনেট সেবা ব্যবহার করছে, যা অত্যন্ত ব্যয়বহুল। পৌর মেয়রের নিকট সমস্যাটি উপস্থাপন করা হলে তিনি জানান যে, খাগড়াছড়িতে উঁচু-নিচু পাহাড়ের মধ্যে তারযুক্ত নেটওয়ার্ক স্থাপন শ্রম সাধ্য, ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ। এমতাবস্থায় একজন প্রযুক্তিবিদের পরামর্শে পৌর মেয়র সমগ্র শহরে একটি সার্ভার এর মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করার পরিকল্পনা করেছেন।
ক. ব্লুটুথ কী? ১
খ. শুধু মডুলেশন বা ডিমডুলেশন কার্য্কর পদ্ধতি হতে পারে না কেন? ২
গ. উদ্দীপকে বর্ণিত পৌর মেয়র কোন ধরনের প্রযুক্তির পরিকল্পনা করছেন? ব্যাখ্যা কর। ৩
<!--[if gte vml 1]><!--[endif]-->ঘ. পৌর মেয়রের গৃহীত উদ্যোগটি যৌক্তিক কিনা? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। ৪
৪।
ক. মডেম কি? ১
খ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগার কারণ বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকের টপোলজির E ডিভাইসটি নষ্ট হলে ডাটা চলাচলের ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হবে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের শুধুমাত্র A, B, C ও D এই চারটি ডিভাইসের মধ্যে কি ব্যবস্থা গ্রহণ করলে ডাটা চলাচলের গতি সবচেয়ে
বেশি হবে বিশ্লেষণ কর। ৪
৫। অ্যানি ও আসিফ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা কালে বলল কম্পিউটার বাইনারি সংখ্যা ব্যবহার করে কাজ করে। অ্যানি ও আসিফকে তাদের বন্ধুরা জিজ্ঞাসা করল তোমাদের রোল কত? উত্তরে তারা বলল <!--[if gte msEquation 12]><!--[endif]-->
<!--[endif]-->
<!--[endif]-->
ক. EBCDIC এর পূর্ণরূপ কী? ১
খ. পৃথিবীর সকল ভাষাকে এখন কোডভুক্ত করা যায়-ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের আলোকে অ্যানি ও আসিফ এর রোল দশমিকে প্রকাশ কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমার মতামত দাও। ৪
<!--[if gte vml 1]><!--[endif]-->৬। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. লজিক গেইট কী? ১
খ. “বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব”- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে Y এর সরলীকৃত মানের সমতুল বর্তনী অঙ্কন কর। ৩
ঘ. “উদ্দীপক হতে প্রাপ্ত X-এর মান শুধু NAND গেইট দ্বারা বাস্তবায়ন সম্ভব”-বিশ্লেষণ কর। ৪
৭। উদ্দীপকটি লক্ষ্য কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
<title>
ICT< </title>
Roll | Name | Result |
---|---|---|
501 | Sumaiya | My Test Restld |
ক. ব্রাউজার কী? ১
খ. “IP Address এর চেয়ে Domain Name ব্যবহার সুবিধাজনক”-ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের মৌলিক কাঠামো ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ইন্টারনেট দেখার প্রয়োজনীয় পদক্ষেপের স্বপক্ষে তোমার মতামত দাও। ৪
1 |
<!--[if !supportMisalignedRows]-->
|
<!--[endif]-->
||||
2 |
3 |
<!--[if !supportMisalignedRows]-->
|
<!--[endif]-->
|||
4
|
5 |
<!--[if !supportMisalignedRows]-->
|
<!--[endif]-->
|||
8 |
9 |
<!--[if !supportMisalignedRows]-->
<!--[endif]--> | |||
|
6 |
7 |
<!--[if !supportMisalignedRows]-->
|
<!--[endif]-->
৮।
Facebook |
Google |
Twitter |
Yahoo |
|
চিত্র-১
চিত্র-২
ক. IP address কত bit এর? ১
খ. Hosting-এর ক্ষেত্রে কী কী বিষয় লক্ষ্য রাখা উচিত? ২
গ. উদ্দীপকের চিত্র-১ কে html কোড লিখ। ৩
ঘ. উদ্দীপকের চিত্র-২ কে html ধারা বাস্তবায়ন কর। ৪