Notice Details

আশুগঞ্জ সার কারখানা কলেজ

দ্বাদশ ‡kÖwYi পরীক্ষা: ২০২১

      বিষয়: বাংলা ২য় পত্র

সময়: ঘন্টা                                                                                                                              পূর্ণমান: ৭০

১। () ‘ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।                                                                                  

অথবা,

() নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণরূপ লেখ।

বৈশাখ, ধন্যবাদ, অতঃপর, ষান্মাসিক, বিজ্ঞাপন, জনশ্রুতি, পরীক্ষা, অপরাহ্ন।

২। () বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লেখ।                                                          

অথবা,

() নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখ।

নুন্যতম, উপরোক্ত, শিরোছেদ, শান্তনা, দৈন্যতা, পুরষ্কার, ইতিমধ্যে, পোষ্টমাষ্টার।

 ৩। () উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।                                                                                     

অথবা,

() নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করো:

(i) মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা।

(ii) আজ নয় কাল সে আসবেই।

(iii) কারণ ছাড়া কার্য হয় না।

(iv) তিনি হো হো করে হেসে উঠলেন।

(v) আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর।

(vi) অধিক ভোজন অনুচিত।

(vii) বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য।

(viii) শাবাশ! দারুন খেলেছে ছেলেরা।

৪। () “উপসর্গের অর্মবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে।”- আলোচনা কর।                                              

অথবা,

() নিম্নলিখিত যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর:

নবপৃথিবী, নদীমাতৃক, ফুলকুমারী, ভবনদী, মেঘলুপ্ত, আপাদমস্তক, রাজপথ, সপ্তাহ।

৫। () বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার কী কী? উদাহরণসহ আলোচনা কর।                       

অথবা,

() বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাক্যের রূপান্তর কর:

(i) ইহারা অন্য জাতের মানুষ।              (নেতিবাচক)

(ii) কাজটা তোমার করা উচিত।                       (অনুজ্ঞাসূচক)

(iii) ফুলটি খুব সুন্দর।                          (বিস্ময়বোধক)

(iv) বিদ্বান হলেও তাঁর অহংকার নেই।    (যৌগিক)

(v) ছাত্রদের অধ্যয়নই তপস্যা।              (জটিল)

(vi) সরস্বতী বর দেবেন না।                                (প্রশ্নসূচক)

(vii) ওকে চেনাই যায় না।                                  (অস্তিবাচক)

(viii) দয়া করে সবকিছু খুলে বলুন।                   (যৌগিক)

৬। পারিভাষিক শব্দ লেখ। (৫টি):                                                                                                                         

Phonetics, hypocrisy, census, capitalist, circulation, autonomous, deed.

৭। () এইচএসসি পরীক্ষায় জিপিএ- পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখ।                                 ১০

অথবা,

() চাকরি পাওয়ায় বন্ধুকে একটি ক্ষুদে বার্তা লেখ।

৮। () তোমার এলাকায় সংঘটিত বন্যা সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর।                                                     ১০

অথবা,

() একটি নতুন দর্শনীয় স্থান ভ্রমন করার অভিজ্ঞতা বর্ণনা করো।

৯। () ‘ইয়োলো সাংবাদিকতাবিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর।                                                     ১০

অথবা,

() নিচের ইঙ্গিত অনুসরণ করে ১টি ক্ষুদে গল্প রচনা কর।

গ্রামের মেঠো পথে হাঁটছিলেন রাকিব সাহেব। গোধুলির নির্মল হাওয়ায় বৈকালিক ভ্রমনটা বেশ উপভোগ করছিলেন তিনি। হঠাৎ এক আর্তচিৎকারে তার পা থেমে যায়.............................

১০। () সারাংশ লেখ।                                                                                                                          ১০

এটা স্মরণ রাখা কর্তব্য যে, পৃথিবীতে যেখানে এসে তুমি থামবে, সেখান থেকেই তোমার ধ্বংস শুরু হবে। কারণ তুমিই কেবল একলা থামবে, আর কেউ থামবে না। জগৎপ্রবাহের সাথে সমগতিতে যদি না চলতে পার তো প্রবাহের সমস্ত সচল বেগ তোমার ওপর এসে আঘাত করবে। একেবারে বিদীর্ণ, বিপর্যস্ত হবে। কিংবা অল্পে অল্পে ক্ষয়প্রাপ্ত হয়ে কালস্রোতের তলদেশে অন্তর্হিত হয়ে যাবে। হয় অবিরাম চল এবং জীবনচর্চা করো, নয় বিশ্রাম কর এবং বিলুপ্ত হও। এটাই পৃথিবীর নিয়ম।

অথবা,

() ভাবসম্প্রসারণ লিখ:

মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।